টাঙ্গাইলে পিকনিক পার্কে স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে যুবক আটক
টাঙ্গাইলে পিকনিক পার্কে স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে যুবক আটক
টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব পিকনিক পার্কে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে এক স্কুলছাত্রী ধ-র্ষ-ণচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইউসুফ (২৮) নামের এক যুবককে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।
বুধবার দুপুর আড়াইটার দিকে পার্কের ভেতরে এই ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম ও নিকরাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ইউসুফ পেশায় অটোভ্যান চালক এবং ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. মজনু মিয়া। অভিযোগ অনুযায়ী, পার্কে প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়া স্কুলছাত্রী এবং তার প্রেমিক দুজনেই স্কুলপড়ুয়া শিক্ষার্থী।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্কুলছাত্রী এবং তার প্রেমিক বঙ্গবন্ধু সেতু পূর্ব পিকনিক পার্কে ঘুরতে গেলে একপর্যায়ে অটোভ্যান চালক ইউসুফ তাদের কাছে যায়। এরপর সে স্কুলছাত্রীর প্রেমিককে জঙ্গলের ভেতরে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিক নির্যাতন করে। পরে ইউসুফ ওই স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণের চেষ্টা চালায়।
স্কুলছাত্রী যখন চিৎকার শুরু করে, তখন পার্কের ভেতরে থাকা কর্মী এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা পরিস্থিতি বুঝে তাৎক্ষণিকভাবে ইউসুফকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ইউসুফকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশের বক্তব্য
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলামকে একাধিকবার ফোন করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ইউসুফসহ সংশ্লিষ্ট সবাইকে থানায় নিয়ে আসা হয়েছে এবং উভয় পক্ষের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
পরিদর্শক আরও জানান, স্কুলছাত্রী এখনও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেনি। তবে তার পরিবার ঘটনাস্থলে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
(সূত্র-আমাদের সময়)