শ্রীপুরে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে নারীকে ধ-র্ষ-ণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর এলাকায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে এক নারীকে গজারি বনের ভেতরে নিয়ে গণধ-র্ষ-ণের ঘটনায় জড়িত প্রধান আসামি মো. মাসুদ রানা ওরফে মাকছুদুলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। বৃহস্পতিবার রাতে গাজীপুরের জয়দেবপুরের হোতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মো. মাহফুজুর রহমান আজ শুক্রবার নিশ্চিত করেন।
র্যাব জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি শ্রীপুরের শিমুলতলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার নামে এক নারী ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মো. মাসুদ রানা ও তার সঙ্গে থাকা আরও তিন ব্যক্তি তাকে জোরপূর্বক গজারি বনের গভীরে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধ-র্ষ-ণ করে। ঘটনার পর ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই র্যাব-১ এর গাজীপুর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে নজরদারি বাড়ানো হয়। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বৃহস্পতিবার রাতে তথ্য মেলে যে প্রধান আসামি মো. মাসুদ রানা জয়দেবপুরের হোতাপাড়া বাইল্লা মার্কেট এলাকায় আত্মগোপন করেছেন।
রাত ৯টার দিকে র্যাব-১ একটি বিশেষ অভিযান চালিয়ে বাইল্লা মার্কেটের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা ওই গণধ-র্ষ-ণের ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, আসামিকে গ্রেপ্তারের পর শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার বাকি আসামিদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
(সূত্র- দৈনিক বাংলা)