শিশু ধ-র্ষ- ণের অভিযোগে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
নাটোরে শিশু ধ-র্ষ-ণের অভিযোগে হযরত আলী (৪২) নামে এক প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত হযরত আলী সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোর সদরের বাগরুম গ্রামের ১০ বছর বয়সী ভিকটিম স্থানীয় ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষার্থী ছিলেন। ২০১৮ সালের ৮ জুলাই বরাবরের মতো দুপুরের পর অন্যান্য শিক্ষার্থীদের সাথে প্রাইভেট পড়তে যান ব্র্যাক নিকেতনের শিক্ষিকা সুফিয়া খাতুনের স্বামী হযরত আলীর কাছে।
প্রাইভেট পড়া শেষে শিক্ষক হযরত আলী শিশু নিকেতন থেকে শিশুটিকে পরীক্ষার প্রশ্ন দেখানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে শিশুটির ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে ধ-র্ষ-ণ করে। ১২ জুলাই দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিষয়টি খুলে বলে।
এরপরে শিশুটির বাবা বাদী হয়ে হযরত আলীকে আসামি করে নাটোর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট আব্দুল কাদের জানান, ২০১৮ সালের শিশু ধ-র্ষ-ণ মামলায় আদালত একমাত্র আসামি হযরত আলীর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
(সূত্র- বাংলাদেশ প্রতিদিন )