মাদারীপুরের বাক প্রতিবন্ধী শিশু ধ-র্ষ-ণের আসামি গ্রেপ্তার


পিরোজপুরে শিশু ধ-র্ষ-ণের আসামি সুমন বেপারীকে (৩০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে পিরোজপুর সার্কিট হাউস এলাকা হতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আসামি সুমন বেপারী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় তিনি বলেন, তার দুলাভাই শংকরপাশা ইউনিয়নের মেম্বার। তিনি তার বাসায় বেড়াতে এসেছেন। পরে পুলিশ তার দুলাভাইয়ের ফোন নম্বর জানতে চাইলে তিনি নম্বর দিতে পারেননি। পরে পুলিশ তাকে আটক করে ওই মেম্বারের সঙ্গে যোগাযোগ করে। ওই মেম্বার জানান, আসামি সুমন তার বাড়িতে বেড়াতে আসেননি। পরে পুলিশ আসামির জাতীয় পরিচয়পত্র যাচাই করে। এরপর পুলিশ মাদারীপুর থানায় যোগাযোগ করলে জানা যায়, আসামি সুমন মাদারীপুর জেলায় এক বাক প্রতিবন্ধী শিশুকে ধ-র্ষ- ণ করে পালিয়ে এসেছেন।

পুলিশ আরও জানায়, এঘটনায় আসামি সুমনের নামে মাদারীপুর সদর থানায় একটি ধ-র্ষ-ণ মামলা করা হয়েছে। পরে তাকে মাদারীপুর থানা থেকে আসা মামলার তদন্তকারি কর্মকর্তার উপ-পরিদর্শক (এসআই) অখিল রায়ের কাছে হস্তান্তর করা হয়। 

(সূত্র- দৈনিক বাংলা ) 

Add Comment
comment url
5399225285851884861

TRENDING NOW

5399225285851884861