স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণ, তিন লাখ টাকায় দফারফা!
বরগুনার বেতাগী উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ-র্ষ-ণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি লইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলিয়াছ হোসেন। স্কুলছাত্রী ধ-র্ষ-ণের ঘটনায় স্থানীয় সালিশ মীমাংসায় ৩ লাখ টাকায় দফারফার খবর পাওয়া গেছে। এতে ভিকটিমের পরিবার ও এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, বেতাগী উপজেলার বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী সোমবার (১১ নভেম্বর) সকালে একই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ইলিয়াছ হোসেনের বাসায় প্রাইভেট পড়তে যায়। এসময় অন্য কোনো শিক্ষার্থী পড়তে না আসায় এই সুযোগে একা পেয়ে ওই ছাত্রীকে ধ-র্ষ-ণ করে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার দুপুরে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুই শতাধিক স্থানীয় জনতা জড়ো হতে থাকেন।
একপর্যায়ের স্থানীয়রা এবং বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি নিয়ে মীমাংসায় বসেন। পরে সালিশ মীমাংসায় ভুক্তভোগী পরিবারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ধ-র্ষ-ণের বিচার ৩ লাখ টাকা মুহূর্তের মধ্যে এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ছাত্রীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব বলে কি বিচার পাব না।
মা হয়ে এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক ইলিয়াছ হোসেন বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী প্রাইভেট পড়তে আসছে এটা সত্য। তবে ধ-র্ষ-ণের ঘটনা সত্য না।’
বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার রাত ৮টা ৫৪ মিনিটে মোবাইল ফোনে বলেন, ‘সন্ধ্যার পরে মেয়ে পক্ষ আমার কাছে এসেছে। আগামীকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত সহকারী শিক্ষক ইলিয়াছ হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসতে বলেছি এবং কথা শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফরুক হোসেন মোবাইল ফোনে বলেন, ‘বেতাগী থানায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে এবং তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(সূত্র-কালের কণ্ঠ)